Friday, 4 August 2017

Amar Bela Je Jai-Rabindra Sangeet-Babul Supriyo


                                      Song Lyrics


  আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
 তোমার সুরে সুরে সুর মেলাতে॥
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে॥
এ তার বাঁধা কাছের সুরে,
ঐ বাঁশি যে বাজে দূরে।
গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়্পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে—
তোমার সুরে সুরে সুর মেলাতে?।


No comments:

Post a Comment

You May Also Like

Aguner Porosh moni-Rabindra Sangeet- Sraboni Sen

Song Lyrics আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে ॥ আমার এই দেহখানি ...